Frequently Asked Questions

সকল বেসিক প্রশ্নগুলোর উত্তর এখান থেকে জেনে নিন। তারপরও কোনো কিছু জানার থাকলে কন্টাক্ট এ দেয়া হোয়াটসএপ এ যোগাযোগ করুন।

1. আমি সিপিএ মার্কেটিংয়ে এক্সপার্ট। এখানে কিভাবে স্টার্ট করবো ?

সাপোর্ট হোয়াটসএপ (+88 01787 30 94 14 )এ নক দিয়ে শর্ট ইন্টারভিউ দিন। কাজের অভিজ্ঞতাগুলো শেয়ার করুন। সব ঠিক থাকলে ফ্রি রেজিস্ট্রেশন করে নরমাল সিপিএ অফার এপ্রোভ করে কাজ স্টার্ট করে দিন। এক্সপার্টদের জন্য এই নেটওয়ার্কে কোথাও কোনো টাকা পয়সা বা ফী ইস্যু নেই।

2. আমি নতুন বা অনভিজ্ঞ। এখানে কিভাবে স্টার্ট করবো ?

আপনার স্থানীয় কোনো ম্যানেজার থাকলে তার সাথে প্রাথমিক কথা বলুন অথবা আমাদের প্রধান সাপোর্ট এ নক দিয়ে কথা বলুন। আমাদের চলমান প্রাইভেট কাজগুলো সম্পর্কে ধারণা নিন। সহজ মনে হলে আপনার ইনকাম টার্গেট ও সামর্থ অনুযায়ী নুন্নতম ৩০$, বা ১০০$ বা ৩০০$ সমপরিমান টাকা সফটওয়্যার ভাড়া নেয়ার জন্য জন্য বরাদ্দ করুন এবং হোয়াটসএপ ( +88 01787 30 94 14 )এ নক দিন। এই সফটওয়্যার ব্যবহার করে প্রাইভেট অফারে কাজ করে দ্বিতীয় দিন থেকে আপনি কাঙ্খিত উপার্জন করবেন শতভাগ নিশ্চয়তার সাথে। পাশাপাশি আমাদের কাছে অনেক কিছু শিখবেন ধীরে ধীরে। যখন এক্সপার্ট হবেন তখন সফটওয়্যার ফেরত দিয়ে টাকাও ফেরত নিবেন তবে সেক্ষেত্রে ২০% সার্ভিস চার্জ কাটা যাবে।

3. আমি নতুন কিন্ত কাজ করতে সফটওয়্যার বা টাকা লাগতেছে কেনো?

বাস্তবে নতুনদের জন্য বা অনভিজ্ঞ ও অদক্ষদের জন্য ফ্রীলান্সিং মার্কেটপ্লেসে বা অনলাইন প্লাটফর্ম গুলোতে কাজের কোনো সুযোগই নেই। আমরা ক্লায়েন্ট ও বিভিন্ন সফ্টওয়ার কোম্পানির সাথে প্রাইভেট চুক্তি করে স্বল্প সংখ্যক ইউজারের জন্য এই কাজগুলো করার সুযোগ দিচ্ছি। এটি ব্যতিক্রম। আপনি এই ব্যতিক্রমী সুযোগটি পাচ্ছেন এটাই আসলে অনেক বড় বিষয়। আপনার কাজের জন্য যে উপকরণ বা সফটওয়ার ব্যবহৃত হবে সেগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে পেইড প্রোগ্রাম । আর আপনার পক্ষে আমরা কিংবা অন্য কোনো কোম্পানি কেন বিনিয়োগ করবো? তাই আগ্রহী হলে আপনার প্রয়োজনীয় খরচ আপনাকেই সেট করতে হবে তবে সেটি ফেরৎযোগ্য। যখন এই কাজ অফ করবেন তখন সফটওয়্যার ফী এর ৮০% টাকা ফেরত পাবেন। এখানে লসের কিছুই নেই।

4. সফটওয়্যার ফী এর তুলনায় ইনকাম কিছুটা কম নয় কি?

৩০০$ বা ৩৬ হাজার টাকা দিয়ে সফটওয়্যার ভাড়া নিয়ে সেটি ব্যবহার করে দৈনিক মাত্র ১ ঘন্টা কাজ করে মাসে ১৮,০০০+ উপার্জন তাও শতভাগ নিশ্চয়তার সাথে ! আবার এই টাকা ফেরতযোগ্য ! বাস্তবে লক্ষ টাকা বা তারও বেশি বিনিয়োগ করে হাজার ভুরি রিস্ক সত্ত্বেও এত উপার্জন সম্ভব নয় বলে আমাদের ধারণা। বাস্তব সামাজিক পরিস্থিতি চিন্তা করে দেখুন, ADDOLE তার ইউজারদের অনেক অনেক বেশি রিটার্ন দিচ্ছে এবং সেটি শতভাগ নিরাপদ ও হালাল প্রক্রিয়ায় সম্মানজনক পেশার মাধ্যমে।

5. প্রতিষ্ঠান যে ২/৪ মাস পর গায়েব হয়ে যাবেনা তার নিশ্চয়তা কোথায় ? ভরসা রাখবো কিভাবে ?

আপনার এই ভীতিকে আমরা সম্মান করি। তবে এই প্রশ্নের একবারে কংক্রিট উত্তর আমাদের কাছে নেই ! তবে দেশীয় ফর্মালিটিস মেনে প্রপার কাগজপত্র নিয়ে আমরা প্রতিষ্ঠান চালাচ্ছি। যেখানে ট্রেনিং করানো, সফটওয়্যার বিক্রি বা ভাড়া দেয়ার অনুমতি আমাদের রয়েছে । বাংলাদেশে এই প্রতিষ্ঠানের সাথে যে ফ্রীল্যান্সার ও আইটি এক্সপার্টরা রয়েছেন তাদের এই সেক্টরে অভিজ্ঞতা এক যুগেরও বেশি, নিজ নিজ প্রোফাইলে উপার্জনের রেকর্ড লক্ষ ডলারের বেশি। সেরা ফ্রীল্যান্সার এর স্বীকৃতি ও সম্মাননাও রয়েছে । বাস্তবে সকল ফ্রীল্যান্সাররা বাইরের কোম্পানিগুলোর অফিস বা স্টাফদের অনলাইনে দেখেই তাদের সাথে হাজার হাজার ডলারের কাজ করে থাকেন বিভিন্ন সফ্টওয়ার ও প্রাইভেট ডিল করে থাকেন। সবকিছুই ভার্চুয়াল বা অনলাইন ভিত্তিক। আর আমরা তো দেশেই আছি, অফিস আছে, ফিজিক্যালি উপস্থিত আছি পাশাপাশি আপনার স্থানীয় লিডার বা ম্যানেজারও রয়েছে যিনি আমাদের সাথে অয়েল কানেক্টেড । এইসব প্রেক্ষাপট বিবেচনায় আমাদের সাথে কাজ শুরু করতে গেলে আপনাকে কিছুটা আস্থা রাখতেই হবে ।

6. লিডার /এফিলিয়েট ম্যানেজার হতে যোগ্যতা কি? ম্যানেজাররা প্রতিষ্ঠান থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন?

নিজস্ব এলাকায়, শিক্ষা প্রতিষ্ঠানে বা কর্মক্ষেত্রে সৎব্যক্তি হিসাবে গ্রহণযোগ্যতা প্রধান শর্ত। এর বাইরে সোশ্যাল মিডিয়াতে সক্রিয়তা বা জনপ্রিয়তা অগ্রাধিকার হিসাবে বিবেচিত হবে। ম্যানেজারদের আন্ডারে যে সকল এক্সপার্ট কর্মী কাজ করবেন তাদের মাসিক উপার্জনের উপর ১০% এক্সট্রা কমিশন মানাজেরগণ পাবেন। এছাড়া তাদের আন্ডারে যেসকল সফটওয়্যার বা প্যানেল সেল /ভাড়া হবে বা যারা প্রাইভেট ইউজার হবে তাদের প্রদেয় ফি থেকে ১০% পাবেন ও তাদের রেগুলার উপার্জনের উপর ২০% অতিরিক্ত কমিশন পাবেন। এছাড়া পারফর্মেন্স অনুযায়ী লিডাররা বিভিন্ন ইন্সেন্টিভস ও রিওয়ার্ড পাবেন বিভিন্ন সেশনে। ভালো পারফরমাররা প্রতিষ্ঠানের অন্য অন্য সিস্টার কনসার্ন এবং ই কমার্স প্লাটফর্মে পার্টনার হিসাবে কাজ করার সুযোগ পাবেন। সহজ ভাবে বলতে গেলে একজন ম্যানেজারের আন্ডারে ২০ জন কর্মী থাকা মানে তিনি তেমন কিছু না করেই প্রতি মাসে ৩০ -৪০ হাজার টাকা উপার্জনের সুযোগ পাবেন পাশাপাশি অনলাইন ভিত্তিক স্থায়ী ক্যারিয়ার গড়তে প্রতিষ্ঠান থেকে সর্বাত্মক সহযোগিতা পাবেন।

7. যেকনো প্রকার আর্থিক লেনদেন কিভাবে হবে ?

সফটওয়্যার ফি বা যেকোন বিষয়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রধান সাপোর্ট হোয়াটসএপ ( +88 01787 30 94 14 ) এ যোগাযোগ করে কথা বলে প্রতিষ্ঠানের দেয়া ব্যাংক / অন্য অপশনে পে করবেন। এছাড়া কোনো লিডার বা অন্য কোথাও কোনো লেনদেন করলে এবং সেক্ষেত্রে কোনো সমস্যা হলে সেই দায়িত্ব প্রতিষ্ঠান কতৃপক্ষ নিবে না। তাই সাবধান ! এছাড়া প্রতিষ্টান থেকে উপার্জিত সকল অর্থ সরাসরি আপনার ব্যক্তিগত ব্যাংক /অন্য অপশনে পে হবে। আর্থিক বিষয়ে মাঝখানে কোনো মাধ্যম নেই। বিদেশে অবস্থানরতরা ক্রিপ্টোকারেন্সি তে লেনদেন করবেন।

8. কাজের পেমেন্ট প্রসেস হয় কিভাবে ?

পেমেন্ট সিডিউল সাপ্তাহিক। বাংলাদেশী সময় শনিবার রাত ১২ টা পর্যুন্ত যা কাজ হয় সেগুলোর পেমেন্ট হয় প্রতি সপ্তাহে সোমবার বা মঙ্গলবার। পেমেন্ট মাধ্যম : যেকোনো ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অপশন ।

9. আমাদের সাথে যোগাযোগের মাধ্যমগুলো কি কি ?

বেস্ট অপশন WhatsApp: +88 01787 30 94 14 , দ্বিতীয় অপশন Skype ID= Live:cpainvite , তৃতীয় অপশন : ফেইসবুক পেজ : www.facebook.com/addole2024

Call To Action

If you think you are qualified for the position of Affiliate Manager in your area, please contact us for an interview on this WhatsApp.

+88 01787 30 94 14

Testimonials

We are all a team, a family ! We are working to create employment for the common people in our country. You are welcome in this mission.

Shamim Ahmed

Ceo & Founder

Our main objective is to empower the large unemployed population by providing freelancing services to both skilled and unskilled people in an exceptional and natural way. You too can be a part of this mission and come forward to serve the country.

Shamim Ahmed

Ceo & Founder

Our main objective is to empower the large unemployed population by providing freelancing services to both skilled and unskilled people in an exceptional and natural way. You too can be a part of this mission and come forward to serve the country.

Shamim Ahmed

Ceo & Founder

Our main objective is to empower the large unemployed population by providing freelancing services to both skilled and unskilled people in an exceptional and natural way. You too can be a part of this mission and come forward to serve the country.

Shamim Ahmed

Ceo & Founder

Our main objective is to empower the large unemployed population by providing freelancing services to both skilled and unskilled people in an exceptional and natural way. You too can be a part of this mission and come forward to serve the country.

Shamim Ahmed

Ceo & Founder

Our main objective is to empower the large unemployed population by providing freelancing services to both skilled and unskilled people in an exceptional and natural way. You too can be a part of this mission and come forward to serve the country.